Thank you for trying Sticky AMP!!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের আগে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করেন

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের আগে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন।

মোড়ক উন্মোচনকালে শেখ হাসিনা বলেন, ‘৭৫-এ জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল। এ বই প্রকাশ হওয়ার পর সেই ইতিহাস বিকৃতির হাত থেকে কিছুটা হলেও আমরা রক্ষা পেয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনকের ‘অসমাপ্ত আত্মজীবনী’তে যেমন তাঁর জীবনগাথা আছে, পাশাপাশি তাঁর সংগ্রামেরও অনেক কথা আছে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের অনেক তথ্য এখানে পাওয়া যায়। সারা বিশ্বে বইটি ইতিমধ্যে ১৪টি ভাষায় অনূদিত হয়েছে। এবং আরও কয়েকটি ভাষায় অনুবাদ করার জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যারাই এটা পড়েছে, তাদের কাছেই এটি অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার জীবনী ও তাঁর সঙ্গে বাংলাদেশের অভ্যুদয়, বাঙালি জাতি হিসেবে আমাদের আত্মপরিচয় এবং আজ যে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, সেই ইতিহাস জানার এখানে সুযোগ রয়েছে।’

জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের এ সময়ে তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ছয় খণ্ড ব্রেইল সংস্করণ প্রকাশ করায় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।