Thank you for trying Sticky AMP!!

বঙ্গবন্ধু ছবিমেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘হাসুমণি’র পাঠশালার আয়োজনে সিলেট শহরতলির আলীবাহার চা-বাগানে দুই দিনব্যাপী বিভাগীয় আর্টক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে ৫১ জন চিত্রশিল্পী ‘বঙ্গবন্ধুর ভাবনায় সোনার বাংলা’ বিষয়ক ছবি আঁকেন। রং-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বাংলার নানা রূপ। চা-বাগানের উঁচু টিলার ওপর বসে প্রাকৃতিক পরিবেশে আর্টক্যাম্পে অংশ নেওয়া চিত্রশিল্পীরা দুই দিন ব্যস্ত ছবি আঁকতে। আর্টক্যাম্পের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার শুরু হওয়া এই আয়োজন শেষ হবে শনিবার। দেশের আটটি বিভাগে শিল্পীদের আঁকা ছবিগুলো নিয়ে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু ছবিমেলা’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘হাসুমণি’র পাঠশালার আয়োজনে সিলেট শহরতলির আলীবাহার চা-বাগানে দুই দিনব্যাপী বিভাগীয় আর্টক্যাম্প
প্রস্তুত করা হচ্ছে রং
আর্টক্যাম্পের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
৫১ জন চিত্রশিল্পী ‘বঙ্গবন্ধুর ভাবনায় সোনার বাংলা’ বিষয়ক ছবি আঁকেন
রং-তুলি পরিবর্তন
রং-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বাংলার নানা রূপ
চা-বাগানের টিলার ওপর থেকে মোবাইল ফোনে ছবি তুলে নিয়ে আসার পর ছবি আঁকা
দুই দিনব্যাপী শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ শনিবার
দেশের আটটি বিভাগে শিল্পীদের আঁকা ছবি নিয়ে অনুষ্ঠেয় ‘বঙ্গবন্ধু ছবিমেলা’ শেষের প্রস্তুতি চলছে