Thank you for trying Sticky AMP!!

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, তিন জেলে নিখোঁজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর–সংলগ্ন বঙ্গোপসাগরে ১২ জন জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার গভীর রাতে ট্রলারডুবির পর শনিবার সকালে ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাকি ৩ জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ তিন জেলে হলেন বোরহানউদ্দিনের দক্ষিণ দিঘলটি ইউনিয়নের নাঈম (২০), কবির (৩৫) ও ফরহাদ (৩০)। ডুবে যাওয়া ট্রলারটি একই উপজেলার গঙ্গাপুর গ্রামের সেরাজ পোদ্দার নামের এক ব্যক্তির। উদ্ধার করা ৯ জেলেকে শনিবার দুপুরে রাঙ্গাবালীর চর মোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া জেলে হেজু মাঝি জানান, সোনারচর–সংলগ্ন প্রথম বয়ার কাছাকাছি সাগরে মাছ ধরছিলেন তাঁরা। শুক্রবার রাত ১২টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাসে সাগর উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে ১২ জন জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিকে ধরে সারা রাত সাগরে ভেসে ছিলেন তাঁরা। শনিবার সকালে আরেকটি ট্রলার সাগরে ভাসমান অবস্থায় তাঁদের উদ্ধার করে চর মোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসে।

জানতে চাইলে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ প্রথম আলোকে বলেন, ট্রলার ডুবে ৩ জেলের নিখোঁজ থাকার খবর পেয়েছি। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।