Thank you for trying Sticky AMP!!

বন্ধ হয়নি চিংড়ি পোনা ধরা

উপকূলীয় এলাকার নদ-নদী থেকে সব ধরনের চিংড়ির পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ভাটা হলেই চট্টগ্রাম নগরে কর্ণফুলী নদীতে কোমরপানিতে নেমে চিংড়ি পোনা ধরেন অনেক মৎস্যজীবী। প্রতিদিন নির্বিঘ্নে মশারি জাল দিয়ে চিংড়ি পোনা ধরেন তাঁরা। এতে করে চিংড়ির পাশাপাশি কয়েক শ জাতের মাছের পোনা মারা পড়ছে। প্রতিটি চিংড়ি পোনা চার থেকে পাঁচ টাকা দরে বিক্রি করা হয়। এই পোনা যায় বিভিন্ন খামারে। সম্প্রতি কর্ণফুলী নদীর বাকলিয়া এলাকায়।

চিংড়ির পোনা ধরতে মশারি জাল তৈরি করছেন একজন।
কোমরপানিতে নেমে পোনা ধরছেন অনেকে। দেখার কেউ নেই।
থালার পানিতে পোনা খুঁজছেন একজন।
মশারির জালে চিংড়ি পোনার সঙ্গে উঠে আসে অন্যান্য মাছের পোনাও।
পোনা ধরতে নদীর অন্য প্রান্তে যাচ্ছেন একজন।
পুরুষের পাশাপাশি নারীরাও পোনা সংগ্রহ করেন।
চিংড়ির পোনা ধরার সরঞ্জাম।