Thank you for trying Sticky AMP!!

বন্যার পানিতে ভালো নেই রৌমারীবাসী

গত কয়েক দিনে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদ এবং সোনাভরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গতকাল বুধবার আনুমানিক রাত আটটার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় জলিলের কুড়া নামক স্থানে রাস্তা ভেঙে যায়। ফলে নতুন করে রৌমারী উপজেলা পরিষদ চত্বর, কলেজপাড়া, রৌমারী বাজার, রৌমারী সি জি জামান সরকারি উচ্চবিদ্যালয় মাঠের আশপাশে মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

উপজেলার ১৩৫টির গ্রামের মধ্যে ৫০টি গ্রাম ও ১০টি হাটবাজার বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। গোখাদ্যের সংকটে আরও বিপাকে রয়েছেন গরু, মহিষ, ছাগল-ভেড়া ও হাঁস-মুরগি নিয়ে। এদের মধ্যে বসবাসের অনুপযোগী বাড়িঘরের মানুষ আশ্রয় নিয়েছেন উচু বাঁধ ও বিভিন্ন বন্যা আশ্রয়কেন্দ্রে।

দ্বিতীয় দফায় বন্যায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জিআর চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই নগদ টাকা দিয়ে শুকনা খাবার কিনে প্যাকেট করে বিতরণ করা হচ্ছে। জিআরের চাল চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।