Thank you for trying Sticky AMP!!

বরিশালে উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের করোনা পজিটিভ

বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে নতুন করে ৭০ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২৪। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন সংক্রমিত হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলার ৩৪ জন, পটুয়াখালীর ৯, ভোলার ৮, বরগুনার ৯ ও ঝালকাঠি জেলার ১০ জন রয়েছেন। এ নিয়ে বরিশালে মোট সংক্রমিত ১ হাজার ১২৪ জন। এর মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫০০ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পটুয়াখালী এবং অন্যজন ঝালকাঠির বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগে সংক্রমণের হার জুন মাসে এতটা বেড়েছে যে সেটা সবাইকে গভীর উদ্বেগে ফেলেছে। রেড জোনগুলোতে লকডাউন করার বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ পাওয়া মাত্র তা কার্যকর করা হবে।