Thank you for trying Sticky AMP!!

বরিশাল ও নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়া ও নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিক মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন বরগুনা সদর উপজেলার নিমতলী গ্রামের শহিদুল ইসলাম খান (২৩) ও সৈয়দপুরের নতুনহাট দক্ষিণপাড়ার জিয়ারুল হক (৩০)।

গতকাল মঙ্গলবার বিকেলে বানারীপাড়া উপজেলা সদরের থানা কমপ্লেক্স সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শহিদুল। এ সময় শাহীন মিয়া (২৫) নামের অপর এক শ্রমিক আহত হন।

শহিদুলের খালাতো ভাই নাসির খান বলেন, বরগুনার ঠিকাদার আল আমিনের প্রতিষ্ঠানের হয়ে বানারীপাড়ায় ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মাণকাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন শহিদুল ও শাহিন। গতকাল বিকেল পাঁচটার দিকে শহিদুল ও শাহিন নির্মাণাধীন ভবনটির দ্বিতীয় তলায় রড তুলছিলেন। এ সময় রডের একটি অংশ ভবনের পাশের বৈদ্যুতিক লাইন স্পর্শ করে। এতে শহিদুল ও শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে আনা হয়। গতকাল দিবাগত রাতে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আজ বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ওয়াপদা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জিয়ারুল হক নামে এক শ্রমিক।

সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন জানান, ওয়াপদা নতুনহাট মসজিদের কাজ করার প্রয়োজনে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জিয়ারুল হক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।