Thank you for trying Sticky AMP!!

বর্ষবরণে চড়কপূজা

প্রতিবছর চৈত্রের শেষ দিনে চড়কপূজার আয়োজন হয়। বৈশাখের প্রথম দু-তিন দিন চড়কপূজার উৎসব চলে। চড়কপূজা মূলত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অংশ। এই পূজা উপলক্ষে বসে চড়কসংক্রান্তির মেলা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোকদণ্ডিতে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় পয়লা বৈশাখে চড়কপূজার আয়োজন করা হয়। এলাকার রামদাস মুন্সীর বংশধরেরা বংশপরম্পরায় প্রতিবছর এই পূজা করে আসছেন। স্থানীয় হিন্দুধর্মাবলম্বীরা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পূজা সম্পন্ন করেন। ছবিগুলো গত শনিবারের।

মাঠের মাঝখানে চড়কগাছ (গুঁড়ি) স্থাপন করছেন ভক্তরা। এই গুঁড়ি ঘিরেই ঝুলবেন শিবের বেশে একজন।
বাংলা নববর্ষ বরণের অংশ হিসেবে চড়কপূজার আয়োজন করা হয়। শিবের সাজে সাজছেন একজন।
পূজায় অনেকে কবুতর উৎসর্গ করেন। মনের ইচ্ছে পূরণের উদ্দেশ্যেই এ আয়োজন।
শুধু মুখ নয়, সারা শরীরেই রং মাখেন শিব সাধক। চড়কপূজা মূলত শিবের পূজা।
চড়কগাছে ঝুলতে এগিয়ে যাচ্ছেন শিব সাধক। শিবের গাজন, গম্ভীরাপূজা, নীলপূজা বা হাজরাপূজাও চড়কপূজারই অন্য নাম।