Thank you for trying Sticky AMP!!

বস্তিতে আগুন, ঘরছাড়া মানুষ

রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেকের ৬ নম্বর সড়কের মাথার বস্তিতে রোববার রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমপক্ষে অর্ধশত ঘর পুড়ে গেছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বস্তির বাসিন্দারা কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। তারা তেমন কিছু সরাতে পারেননি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘরছাড়া মানুষগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। ছবিগুলো সোমবারের।
আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশত ঘর।
কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
আগুনে পুড়ে গেছে মণি আক্তারের ঘর। সর্বস্বান্ত হয়ে গেছেন তাঁরা।
ছাই ও কয়লার মধ্যে নিজেদের জিনিসপত্র খুঁজছেন একজন।
পুড়ে গেছে বাসিন্দাদের প্রিয় জিনিসপত্র।
সবকিছু হারিয়ে বিলাপ করছেন রোমেলা বেগম।
শিখা ও কাইয়ুমের ঘর এবং ঘরে থাকা সব পুড়ে ছাই।
আগুনে পুড়ে গেছে শিরিন আক্তারের ঘর। সর্বস্বান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সব হারিয়ে নির্বাক তুলুবজা।
বস্তির বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন।