Thank you for trying Sticky AMP!!

বহিষ্কার হবে না প্রাথমিকের শিশুরা

ফাইল ছবি

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এখন থেকে আর কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে না। পরীক্ষাসংক্রান্ত এই নির্দেশনার ‘শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’ নেওয়ার বিধানটি বাদ (রহিত) দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় কিছু পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি আদালতে গড়ায়। পরে উচ্চ আদালতের আদেশে ওই দুই পরীক্ষায় বহিষ্কৃত পরীক্ষার্থীদের আবার নতুন করে পরীক্ষা নিতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে বহিষ্কার করা থেকেই সরে এল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ২০১৯ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে সারা দেশে ২৩৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।