Thank you for trying Sticky AMP!!

বাঁশখালীতে ৬ ব্যাংকারসহ আরও ২৯ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছয়জন ব্যাংকারসহ নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১২০ জনের করোনা সংক্রমিত হলো। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৩ ও ১৪ জুন সংগ্রহ করা ৭৮টি নমুনার মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সোনালী ব্যাংক বাঁশখালী শাখার ছয় ব্যাংকার রয়েছেন। বাঁশখালীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান বলেন, করোনা পরিস্থিতির কারণে বাঁশখালীকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরও দোকানপাটে ভিড় চোখে পড়ার মতো। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

প্রসঙ্গত, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।