Thank you for trying Sticky AMP!!

বাঁশের নড়বড়ে সাঁকো

>

রাংসা নদীর ওপর রয়েছে বাঁশের নড়বড়ে সাঁকো। এটির ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন পাঁচ গ্রামের মানুষ। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়ালকান্দি গ্রামের সাঁকো নিয়ে ছবির গল্প।

ঝুঁকি নিয়ে চলাচল করে পাঁচ গ্রামের মানুষ।
সাঁকোর ওপর ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা।
হাট-বাজারসহ নিত্য প্রয়োজনে ব্যবহার করতে হয় এই সেতু।
এলাকার মানুষ চায় পারাপারের ভালো ব্যবস্থা।
পারাপার করতে যেয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে।
সেতুর বিভিন্ন জায়গায় ভাঙাচোরা।
নড়বড়ে সেতু।
প্রতিদিন এভাবেই পার হতে হয় গ্রামবাসীদের।