Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ ফল উৎপাদনে বিশ্বে ২৮ তম

বাংলাদেশ মোট ফল উৎপাদনে বিশ্বে ২৮তম, আম উৎপাদনে সপ্তম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে জানানো হয়, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত ৩৫ প্রজাতির ফলের ৮৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২৪ প্রজাতির ফলের ৮৪টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৫ প্রজাতির ফলের ৭টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে ফলের ২ প্রজাতির ২টি জাত উদ্ভাবন করা হয়েছে।

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ইমাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, মামুনুর রশীদ, জয়া সেন গুপ্তা ও হোসনে আরা বৈঠকে অংশ নেন।