Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া

.

সেনা সদস্যদের কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষিত করতে বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া চলছে। ভারতের মেঘালয় রাজ্যের উমরোই সেনানিবাসে গত ৩ ফেব্রুয়ারি এই মহড়া শুরু হয়। চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই মহড়ায় বাংলাদেশ থেকে ১৬৯ জন সেনা কর্মকর্তা ও সৈনিক এবং ভারত থেকে ১৪২ জন সেনা কর্মকর্তা ও সৈনিক অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর ৪২তম ইনফেন্ট্রি রেজিমেন্ট এবং ভারতের পক্ষে দেশটির সেনাবাহিনীর ২০ বিহার রেজিমেন্ট এই মহড়ায় অংশ নিচ্ছে।

শুক্রবার বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের ১৪ দিনব্যাপী করা এই সামরিক মহড়ার উদ্দেশ্যে উভয় দেশের সেনা সদস্যদের কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষিত করা।