Thank you for trying Sticky AMP!!

বাগাতিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে 'আদিবাসী ফুটবল টুর্নামেন্ট'

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট’। বাগাতিপাড়া, নাটোর, ১৫ নভেম্বর। ছবি: আলভী শরীফ

নাটোরের বাগাতিপাড়ায় দুদিন ব্যাপী ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।

এই টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ১৬ টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় রাঙামাটি ফুটবল একাদশ টাইব্রেকারে ১-০ গোলে পাঁচুড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে।

জাতীয় পতাকা ও শান্তির সাদা পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম (গকুল)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) প্রিয়াংকা দেবী পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আল-মামুন সরকার, আদিবাসী পরিষদের সভাপতি ইম্মানুয়েল সরেন, সম্পাদক খোকন মারান্ডী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।