Thank you for trying Sticky AMP!!

বাগাতিপাড়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহত ১

নাটোরের বাগাতিপাড়ায় নিজের বানানো ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন সরকার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সরকার ওই গ্রামের বেলাল হোসেন সরকারের ছেলে।

বাগাতিপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামাল হোসেন সরকার তাঁর বাড়ির পাশে ধানের জমি ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে চারপাশে জিআই তারের বেষ্টনী দিয়ে বিদ্যুতের সংযোগ দেন। শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিজের বানানো ফাঁদে ইঁদুর ধরা পড়েছে কি না, তা দেখতে যান। পরে বেষ্টনীর তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কামাল হোসেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ধানখেতে বিদ্যুতের তারে জড়ানো কামালের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। সেখান থেকে কামালের লাশ উদ্ধার করা হয়। 


গতকাল শনিবার কামালের লাশের ময়নাতদন্ত শেষ হয়। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত বলেন, এ-সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে।