Thank you for trying Sticky AMP!!

বাগেরহাটে গরুবোঝাই ট্রাক চাপায় নিহত ২

বাগেরহাটের ফকিরহাটে আজ সোমবার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা ও বাইসাইকেল। ছবি: প্রথম আলো

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গরুবোঝাই ট্রাকের চাপায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার সকালে উপজেলার আট্টাকী বিশ্বরোডের মোড়ে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন শেখের ছেলে রাব্বি শেখ (২১) ও একই উপজেলার সৈয়দ মহল্লার গ্রামের মোহাম্মাদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে মোল্লাহাট থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া গরুবোঝাই ট্রাকটি আট্টাকী বিশ্বরোডের মোড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি প্রথমে এক বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। পরে জাহাঙ্গীর নামের এক পথচারীকে চাপা দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে সাইকেল আরোহী রাব্বি ঘটনাস্থলেই মারা যান। আহত জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।