Thank you for trying Sticky AMP!!

বাজছে 'জিঙ্গেল বেল'

>বড়দিনে দেশজুড়ে উৎসবের আমেজ। উৎসবের রঙের ছোঁয়া লেগেছে ঘরে-বাইরে। সরকারি ছুটি হওয়ায় খ্রিষ্টভক্তরা বেড়াতে বেরিয়েছেন। অনেকেই যাচ্ছেন গির্জায়। গির্জাগুলোতে সাজ সাজ রব। বড়দিনে শিশুদের বাঁধভাঙা আনন্দ। যিশুখ্রিষ্টের জন্মদিনটি তাদের উপহার পাওয়ার দিন। রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা গির্জায়ও ছিল ভক্তদের ভিড়। তাঁরা গির্জায় এসেছেন, ছবি তুলেছেন, মোমবাতি প্রজ্বালন করে প্রার্থনা করেছেন এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ছবিগুলো পবিত্র জপমালা গির্জা প্রাঙ্গণের।
বড়দিনে শিশুদের উচ্ছ্বাসটাই বেশি।
‘মেরি ক্রিসমাস’ লেখাসংবলিত তারা শোভা পাচ্ছে গির্জার দেয়ালে।
সান্তা ক্লজের আদলে তৈরি পুতুল। আছে জিঙ্গেল বেলও।
সান্তা ক্লজের সঙ্গে সেলফি!
উৎসব উপলক্ষে গির্জার বাইরে বসেছে মেলা। বিক্রি হচ্ছে নানা রঙের মালা।
মোমবাতি প্রজ্বালন করে অনেকেই প্রার্থনায় অংশ নিয়েছেন।
মেলায় বিক্রি হচ্ছে ভিঞ্চির আঁকা ‘দ্য লাস্ট সাপার’ ছবি অবলম্বনে তৈরি শো পিস।
গির্জা প্রাঙ্গণের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে।