Thank you for trying Sticky AMP!!

বানরের কাঁঠাল খাওয়া

ঝোপ-জঙ্গল আর চা-বাগানে ঘেরা শহর সিলেট। নগরের বিভিন্ন এলাকার টিলাগুলোতে রয়েছে অসংখ্য কাঁঠালগাছ। গ্রীষ্মের শেষে গাছগুলোতে পাকতে শুরু করে কাঁঠাল। নগরে ছড়ায় মিষ্টি গন্ধ। পাকা কাঁঠাল খেতে ছুটে আসে বনের বানরগুলো। মানুষের চোখ ফাঁকি দিয়ে গাছে উঠে কাঁঠাল খায় তারা। কখনো দলবেঁধে, কখনো একা একা। দিনভর তারা কাঁঠাল খায়, অনেক সময় পেট ভরে কাঁঠাল খেয়ে গাছের ডালেই ঘুমিয়ে পড়ে। ছবিগুলো সম্প্রতি সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকা থেকে ক্যামেরাবন্দী করা।

একা একা কাঁঠাল খাচ্ছে বানর।
কাঁঠাল খেতে রীতিমতো কসরত করতে হচ্ছে বানরটিকে।
আরাম করে কাঁঠাল খেতে ব্যস্ত একটি বানর।
কাঁঠাল খাওয়ায় ব্যস্ত এক বানর, কোনো দিকে তার নজর নেই।
বড় বানরের সঙ্গে কাঁঠাল খেতে এসেছে বানরছানাও।