Thank you for trying Sticky AMP!!

বারোমাসি বারি আম

সবুজ পাহাড়ে শীতকালে ১২ মাসি জাতের আম গাছে ঝুলে আছে। কিছু কিছু ডালে আসছে মুকুল। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুনশি রাশীদ আহমদ প্রথম আলোকে জানান, বারি আম ১১ জাতের আম ভালো হচ্ছে পাহাড়ে। যত্ন করলে অসময়ে এই আমের খুব ভালো দাম পাওয়া যায়। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে দেখা যাক ১২ মাসি এই আম।
কিছু ডালে আসছে মুকুল
১২ মাসি জাতের আমগাছ
গাছে ধরেছে আম
আমগুলো আকারে বড়ই
পরিচর্যা করছেন চাষিরা
পুরুষ্ট আম