Thank you for trying Sticky AMP!!

বার্ন ইউনিটে ভর্তি ৯ জনই ঝুঁকিতে

ঢাকা মেডিকেলে লাশ আনা হচ্ছে। ছবি: দীপু মালাকার

পুরান ঢাকার চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে এসেছেন ১৮ জন। এঁদের মধ্যে নয়জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি নয়জন চিকিৎসাধীন। তাঁদের অবস্থা ঝুঁকিপূর্ণ। গতকাল বুধবার রাত ১১টা থেকেই এখানে দগ্ধ মানুষ আসতে থাকেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন নয়জনের কেউই ঝুঁকিমুক্ত নন। এঁদের মধ্যে চারজন বেশি ঝুঁকিপূর্ণ। একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। খুব দ্রুত আরও দুজনকে আইসিইউতে নেওয়া হবে।

সামন্তলাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাঁর সঙ্গে যোগাযোগ করে রোগীদের পরিস্থিতি জানতে চেয়েছেন।

আহত যাঁরা বার্ন ইউনিটে ভর্তি আছেন, তাঁরা হলেন আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্ফর (৩২), সোহাগ (২৫) ও সালাউদ্দীন (৪৫)।

সোহাগের শরীরের ৬০ শতাংশ ও রেজাউলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। নয়জনের মধ্যে আনোয়ার, রেজাউল, জাকির ও সোহাগের শ্বাসনালি পুড়ে গেছে।

আরও পড়ুন: