Thank you for trying Sticky AMP!!

বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, পালিয়েছেন বর

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, উপজেলার পুমদী ইউনিয়নের ওই ছাত্রীর সঙ্গে পাশের গ্রামের ২২ বছরের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ কনের বাড়িতে আসার সাহস পায়নি। পরে বরের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি আগেই বাড়ি থেকে পালিয়েছেন। শেষে বরের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। এদিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।