Thank you for trying Sticky AMP!!

বাসমালিকেরা লোভী: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাসমালিকেরা লোভী। তাঁদের লোভ-লালসার সীমা বহু দূর চলে গেছে। বাসমালিকদের লোভ-লালসা মানসিক প্রবণতায় পরিণত হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বাসে যেন অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, সে জন্য টার্মিনালে ঘুরেছি। বাসমালিকেরা বোঝাতে চেয়েছেন, যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় খালি আসতে হয়। আমি বাসমালিকদের বলেছি, সারা বছরই তো ব্যবসা করেছেন, ঈদের সময় মুনাফার ক্ষেত্রে একটু সংযমী হন। বাসমালিকদের লোভ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে শৃঙ্খলার অভাব। পরিবহন ও সড়ক উভয় ক্ষেত্রেই কোথাও শৃঙ্খলা নেই। এটি ফেরাতে পারলে দেশ এগিয়ে যাবে। বিশ্বের অনেক দেশেই সড়ক প্রশস্ত নয়। কিন্তু সেখানে দুর্ঘটনা কম। গাড়িতে গাড়িতে ঠোকাঠুকি নেই।’

মন্ত্রী বলেন, ঢাকায় হিমাচল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএকে বলা হয়েছে।