Thank you for trying Sticky AMP!!

বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ট্রাকচালকের

বাস-ট্রাকের সংঘর্ষের পর স্থানীয় মানুষের ভিড় জমে। বামনদিঘি, তারাগঞ্জ, রংপুর, ২৬ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তারাগঞ্জ উপজেলার বামনদিঘি এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কফিল উদ্দিন (৪০)। তিনি ওই ট্রাকের চালক ছিলেন। তাঁর বাড়ি ঢাকার সাভারের যাদুরচর গ্রামে। আহত ব্যক্তিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির পঞ্চগড়গামী বাসের সঙ্গে ঢাকাগামী বেগুনভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক ও বিআরটিসির বাসের ২০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রাকচালক কফিল উদ্দিনের মৃত্যু হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক মারা গেছেন। আর দুমড়েমুচড়ে যাওয়া বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বাস-ট্রাকের সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে বাস। বামনদিঘি, তারাগঞ্জ, রংপুর, ২৬ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো