Thank you for trying Sticky AMP!!

বাড়িতে ঢুকতে দিচ্ছে না, তাই আইসোলেশনে

জ্বর ছিল। তাই রাজশাহীর চারঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন এক ব্যক্তি। চার দিন জ্বরে ভোগার পর তিনি এখন সুস্থ। কিন্তু তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আছেন। তিনিসহ এখানে আইসোলেশনে আছেন মোট পাঁচজন।

আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস নির্ণয় ও চিকিৎসা কমিটি দলের আহ্বায়ক এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, আইসোলেশনে থাকা ব্যক্তিদের নমুনা আজ সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে।

আজিজুল হক আজাদ বলেন, আজ চারঘাট থেকে একজন এসেছেন। তাঁর চার দিন জ্বর ছিল। এখন জ্বর নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। কিন্তু এলাকাবাসী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। তাঁর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ নেই। তবু তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে যাঁরা আইসোলোশনে আছেন, তাঁরা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, অ্যাজমার মতো উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে, তাঁরা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। তারপরও পরীক্ষা করে নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে সংক্রামক ব্যাধি হাসপাতালকে আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে।