Thank you for trying Sticky AMP!!

বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গাছ উপড়ে ফেলল পুলিশ

বাড়ির আঙিনায় গাঁজার চাষ করছিলেন এক ব্যক্তি। লাগিয়েছিলেন ২৫টি গাঁজার গাছ। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাছগুলো উপড়ে ফেলেছে পুলিশ। তবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়নি। তিনি আগেই সটকে পড়েন। এ ঘটনা ঘটেছে নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামে।

ওই ব্যক্তি হলেন খলিল মিয়া (৪৫)। তাঁর বাড়ি নোয়াকান্দার পশ্চিমপাড়ায়।

পুলিশ জানায়, খলিল মিয়া বাড়ির আঙিনায় গাঁজার চাষ করেছেন, এমন সংবাদ থানায় আসে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহম্মেদের নির্দেশে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান পুলিশ নিয়ে তাঁর বাড়িতে আজ বিকেল চারটার দিকে অভিযান চালান। টের পেয়ে খলিল পালিয়ে যান। তবে তাঁর আঙিনা থেকে ২৫টি গাঁজার গাছ উপড়ে ফেলা হয়। গাছগুলোর ওজন প্রায় ১৪ কেজি। এসব গাছে থাকা গাঁজার আনুমানিক মূল্য কমপক্ষে ৭০ হাজার টাকা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, খলিল মিয়া বাড়িতে গাঁজার চাষ করে এলাকায় বিক্রি করে আসছিলেন। এর মাধ্যমে তিনি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন। গাঁজা চাষের ঘটনায় তাঁকে আসামি করে থানায় মামলা হয়েছে। তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে।