Thank you for trying Sticky AMP!!

বিএনপি-গণফোরামের সদস্যদের নিয়ে কমিটি পুনর্গঠন

বিএনপি ও গণফোরামের সাংসদদের সদস্য করতে পাঁচটি সংসদীয় স্থানীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পৃথক পৃথক প্রস্তাবে কমিটিগুলো পুনর্গঠন করা হয়।

প্রস্তাব অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির সাংসদ আব্দুস সাত্তার ভূঁইয়াকে কার্যউপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। স্পিকার এই কমিটির সভাপতি। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ জ্যেষ্ঠ সাংসদেরা এই কমিটির সদস্য। এ ছাড়া আব্দুস সাত্তারকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সদস্য করা হয়েছে।

বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানাকে আইন, বিচার ও সংসদ ব্ষিয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য করা হয়েছে।

বিএনপির আরেক সাংসদ হারুনুর রশীদকে (চাঁপাইনবাবগঞ্জ-৩) সংসদ কমিটির সদস্য করা হয়েছে। এই কমিটি সংসদ সদস্যদের আবাসন ও অন্যান্য সুবিধা নিয়ে কাজ করে। গণফোরামের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুরকে বিশেষ অধিকার কমিটির সদস্য করা হয়েছে। গণফোরামের আরেক সদস্য মোকাব্বির খানকে করা হয়েছে লাইব্রেরি কমিটির সদস্য।