Thank you for trying Sticky AMP!!

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালত

সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: মোশতাক আহমেদ

ডাউনলিংক করে দেখানো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। জেলা প্রশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগেই এ ব্যাপারে জানানো হয়েছিল। এ জন্য ৩০ জুন পর্যন্ত সময়ও দেওয়া হয়েছিল। সেই সময় গতকাল রোববার শেষ হয়েছে। তাই এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাছান মাহমুদ বলেন, যাঁরা আইন মানবেন না, তাঁদের দুই বছরের জেল ও জরিমানা করা হবে।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়ার ব্যাপারে জনগণের মধ্যে জোরালো অভিমত আছে।

হাছান মাহমুদ বলেন, শিগগির নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে।