Thank you for trying Sticky AMP!!

বিদেশে বাংলাদেশি কর্মীদের প্রতারণা ঠেকাতে ব্যবস্থা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দালাল চক্রের অসততা সম্পর্কে বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি যেসব দেশে প্রবাসী শ্রমিকেরা প্রতারণার শিকার হন, সেসব দেশকে এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি অনুরোধ করব, যেসব দেশে প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা প্রতারণার শিকার হচ্ছেন, সেসব দেশ এই প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আহ্বান জানাব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, সবাইকে—কেউ যেন দালালদের ধোঁকায় না পড়ে। আর এই ধোঁকায় পড়ে কেউ কেউ তাদের ছেলেমেয়ে, এমনকি বিয়ে করা স্ত্রীকেও বিদেশে পাঠিয়ে দেয়। এমনকি বিক্রিও করে দেয় অনেক স্বামী তার স্ত্রীকে। এ রকম অনেক ঘটনা আমরা পেয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখেছি কিছু কিছু দালালের খপ্পরে পড়ে যায় আমাদের গ্রামবাংলার মানুষ। তাদের এরা বিদেশে পাঠিয়ে সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায় এবং অনেকে সর্বস্ব বিক্রি করে বিদেশে পাড়ি জমায়।’ বর্তমানে বিদেশ গমনেচ্ছুদের দেওয়া সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রেজিস্ট্রেশনের সুযোগ আছে, কোথায় চাকরি করবে, যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে। যে দেশে যাবে, সেখানে চাকরির অবস্থা, বেতনের ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ রয়েছে, এমনকি তাদের স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে।’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের মিশনপ্রধান জর্জি জিগাউরি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সভাপতি বেনজির আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের সুরক্ষার জন্য বিমা পলিসি কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান করেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সরকারঘোষিত ৪২ জন প্রবাসী সিআইপির মধ্য থেকে অনুষ্ঠানে দুজনকে সিআইপি সম্মাননা প্রদান করেন। প্রধানমন্ত্রী পরে অভিবাসী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানে একটি ভিডিওচিত্রও প্রদর্শিত হয়। মন্ত্রিপরিষদ সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সাংসদেরা, সরকারের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।