Thank you for trying Sticky AMP!!

বিনা মূল্যে চিকিৎসা

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) উদ্যোগে গতকাল শনিবার যশোরের জেনারেল হাসপাতালে বিনা মূল্যে ৩০ জন হিমোফিলিয়া (জন্মগত রক্তক্ষরণজনিত রোগ) রোগীকে চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে জেনারেল হাসপাতালের সভাকক্ষে গতকাল একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এনায়েত করিম ও যশোরের সিভিল সার্জন আতিকুর রহমান খান।