Thank you for trying Sticky AMP!!

বুড়ি তিস্তায় ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নে বুড়ি তিস্তা নদীতে ডুবে আজ শনিবার দুই শিশুর মৃত্যু হয়েছে।

এই দুই শিশু হলো শৌলমারী ইউনিয়নের গোপাল ঝাড় গ্রামের চেয়ারম্যান পাড়ার আবদুল কাইউমের মেয়ে সিতু (৬) ও প্রতিবেশী মোশাররফ হোসেনের মেয়ে মিম (৬)। তারা দুজনই বসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, আজ দুপুর দেড়টার দিকে শিশু দুটি তাদের বাড়ির অদূরে বুড়ি তিস্তা নদীর ধারে বেড়াতে যায়। সেখানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ভাসমান ড্রাম রাখা ছিল। ওই ড্রামে উঠে খেলার সময় পা ফসকে সিতু নদীতে পড়ে গেলে মিম তাকে তুলতে যায়। এ সময় দুজনই পানিতে ডুবে নিখোঁজ হয়। সেখানে থাকা অপর দুই শিশুর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রাণজিৎ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি মুঠোফোনে জেনেছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষে কোনো লিখিত অভিযোগ পাইনি।’