Thank you for trying Sticky AMP!!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হলে অবস্থানের দাবিতে মহাসড়ক অবরোধ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। পার্ক মোড়, রংপুর, ৬ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হলে অবস্থান, হলে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করাসহ তিন দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসব বিক্ষোভ কর্মসূচি পালন শুরু হয়।

আজ দুপুর সাড়ে ১২টা থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তাঁরা রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কের পার্ক মোড়ে সমবেত হয়ে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। এর ফলে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীরা তাঁদের দাবি জানাতেই পারেন। তবে ভর্তি পরীক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে হলের ভেতরে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের থাকার অনুমতি নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক মহিব্বুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছেন। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।