Thank you for trying Sticky AMP!!

বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর একটি তৈরি পোশাক কারানার শ্রমিকেরা গতকাল সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রা।ে এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগ পোহায় যাত্রীরা।কারানার শ্রমিকেরা জানান, টঙ্গী বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন সেনা কল্যাণ ভবনের পঞ্চম তলায় অবস্থিত জায়েন্ট টেক্স অ্যান্ড সিক্স এইচ কারানার মালিকানা নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের কারণে কারানার শ্রমিকদের গত তিন মাসের বেতন-ভাতা বাকি পড়েছে। এর মধ্যে ১৪ জানুয়ারি কারানার বিদ্যুত্, পানি ও গ্যাস বিল বাকি পড়ায় কর্তৃপক্ষ এসব সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে কারানার স্বাভাবিক উত্পাদন বন্ধ হয়ে যায়। এর পর বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও কারানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় তাঁরা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটা থেকে শ্রমিকেরা সেনা কল্যাণ ভবনের সামনে জড়ো হতে থাকেন। নয়টার দিকে পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে এই অবরোধ করেন। বর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ জানায়। শ্রমিকেরা মালিকানা নিয়ে বিরোধের অবসান ও কারানা ুলে দেওয়ার দাবি জানান। এ ব্যাপারে ইতিবাচক ঘোণা না দেওয়া পর্যন্ত তাঁরা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানান। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, অবরোধ চলাকালে শ্রমিকদের অবস্থান থেকে যানবাহনগুলো কমপক্ষে ৫০০ গজ দূরে রাা হয়, যাতে সহিংসতা দো দিলে সেগুলো ক্ষতিগ্রস্ত না হয়। শ্রমিকেরা শান্তিপূর্ণ অবস্থান করায় কোনো সহিংস ঘটনা ঘটেনি।