Thank you for trying Sticky AMP!!

বেশি দামে লবণ বিক্রি, ৫২ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরে বেশি দামে লবণ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাবরীন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যায় সাতটার দিকে বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে শহরের বাজার এলাকায় আলম ভূঁইয়ার পাইকারি দোকানকে ৫০ হাজার ও খালেক অ্যান্ড সন্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাজারের ব্যবসায়ীদের তাঁদের দোকানে লবণের বিক্রয় মূল্য ও মজুত পণ্যের তালিকা টাঙানোর নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, লবণের বিষয়ে যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরি করতে মজুত রাখবে, তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।