Thank you for trying Sticky AMP!!

বোরো রোপণের ধুম

মাঘের শুরুতেই বোরো আবাদের কাজে মাঠে নেমে পড়েছেন যশোরের কৃষকেরা। এ সময় কৃষকেরা মহাব্যস্ত। মাঠে মাঠে এখন বোরো রোপণের ধুম। কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাঁরা। বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়, মাঠে মাঠে চলছে বীজতলা ও ফসলি জমি প্রস্তুত করার কাজ। জমিতে জমিতে হাল চাষ, বীজতলা থেকে ধানের চারা ওঠানো এবং ধানখেতে চারা রোপণের কাজ চলছে। আগাম জমি প্রস্তুত করে কে কার আগে ধানের চারা রোপণ করবেন—এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে নিম্নাঞ্চলের কৃষকদের মধ্যে।

হালের গরু দিয়ে চলছে জমি চাষের কাজ।
বোরো ধানের পরিণত চারাগুলো উত্তোলন করছেন কৃষক।
চারা তোলার পর সেগুলো রোপণ করতে ধানের জন্য তৈরি করা জমিতে নিয়ে যাচ্ছেন কৃষক।
শীত উপেক্ষা করে জমিতে চারা রোপণ করছেন কৃষকেরা।