Thank you for trying Sticky AMP!!

ব্যতিক্রমী চিত্রকর্ম

>

সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার প্রবেশমুখে সড়কের দুপাশে আড়াই শ ফুট দীর্ঘ দেয়ালে ফুটে উঠেছে চলমান নারী নির্যাতনের চিত্র। চিত্রকর্মের সঙ্গে নারী নির্যাতন রোধে সমাজ ও রাষ্ট্রের করণীয় সম্পর্কে লেখা হয়েছে। কাপড়ের ওপর বসানো প্ল্যাকার্ডে তুলে ধরা হয়েছে ব্যতিক্রমধর্মী এই চিত্রকর্ম। হিন্দুধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে নারী ও শিশু নির্যাতন রোধ ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে ‘সনাতন যুব ফোরাম’। আয়োজকেরা জানান, ১ মাস ১০ দিন ধরে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘৃণ্য সামাজিক অবক্ষয়কে এঁকেছেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী পরিতোষ রায়

ব্যতিক্রমধর্মী চিত্রকর্ম দেখছেন নানা বয়সী দর্শক
রাস্তার দুই ধারে রয়েছে চিত্রকর্ম
ফুটে উঠেছে নানা বাস্তবতা
চলার পথে সহজেই চোখে পড়বে
চিত্রকর্মের পাশে লেখা রয়েছে নারী নির্যাতন রোধে সমাজ ও রাষ্ট্রের করণীয়
কাপড়ের ওপর বসানো প্ল্যাকার্ডে তুলে ধরা হয়েছে ব্যতিক্রমধর্মী এই চিত্রকর্ম
এই পথে যাতায়াতকারী ও পূজামণ্ডপে আসা ভক্তরা চোখ বুলাচ্ছেন এই আয়োজনে
ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে নারী ও শিশু নির্যাতন রোধ ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে ‘সনাতন যুব ফোরাম’
অনেকেই চিত্রকর্মের ছবি তুলে রাখছেন