Thank you for trying Sticky AMP!!

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে আহত কিশোরের মৃত্যু

বিশ্বকাপ ফুটবল সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে আহত কিশোর রাশেদ রহমান (১২) মারা গেছে।

গতকাল রোববার রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাশেদ।

আজ সোমবার সকাল ১০টার দিকে সখীপুর উপজেলার প্রতিমাবংকী গ্রামে জানাজা শেষে রাশেদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাশেদ প্রতিমাবংকী ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিমাবংকী গ্রামের প্রবাসী বছির উদ্দিনের ছেলে সে।

বন্ধুরা জানিয়েছে, রাশেদ ব্রাজিলের সমর্থক ছিল।

পরিবার, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ মে রাশেদ তার প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে প্রতিমাবংকী মাদ্রাসার সামনে সখীপুর-ঢাকা সড়কের পাশের একটি মেহগনি গাছে ওঠে। গাছের ওপরে বিদ্যুতের লাইন ছিল। একপর্যায়ে রাশেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে ছিটকে সড়কে পড়ে। এ সময় টাঙ্গাইলগামী একটি বাস রাশেদের পায়ের ওপর দিয়ে চলে যায়। রাশেদকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবার জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল রাশেদ। সাত দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আসিফ প্রথম আলোকে বলেন, রাশেদের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। কোথাও পতাকা লাগানোর ক্ষেত্রে সবার সাবধানতা অবলম্বন করা দরকার।

আরও পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে, পায়ের ওপর দিয়ে গেল বাস