Thank you for trying Sticky AMP!!

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়ুয়া ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছেন। গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দ্য আলাউদ্দিন সংগীতাঙ্গনে ‘ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি সজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাওসার হামিদ, সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস, মীরাক্কেল অনুষ্ঠানে অংশ নেওয়া মো. কায়কোবাদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ফয়সাল আজিজ ভূঁইয়া প্রমুখ।

সংগঠনের সহসভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী সুস্মিত রশিদ বলেন, অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা যাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পড়াশোনা শেষ করেছেন, এমন প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

অতিথিদের বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামের ব্যান্ড দল এসেজ সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছে লিরা গ্রুপ।