Thank you for trying Sticky AMP!!

বড়দিনের প্রস্তুতি

বুধবার বড়দিন। খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব। যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে। এবারও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্‌যাপনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকার গির্জাগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর রাজধানীর অভিজাত হোটেলগুলোতেও চলছে বিশেষ সাজসজ্জা।
এই দিনে খ্রিষ্টধর্মের প্রবক্তা যিশুখ্রিষ্ট পশ্চিম তীরের বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন
রমনা সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
যিশুখ্রিষ্টের জন্মের সময়কে স্মরণ করতে আলাদা করে বানানো হচ্ছে গোয়ালঘর। যেখান যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেছিলেন। গোয়ালঘরজুড়ে রাখা হয়েছে শিশু যিশুখ্রিষ্ট, মা কুমারী মেরি, জোসেফ, তিনজন পণ্ডিত, রাখাল। এ ছাড়া ছোট গোয়ালঘরে রাখা হয়েছে বেশ কয়েকটি পশুর প্রতিকৃতি। ঘরের ওপরে রয়েছে আলোকোজ্জ্বল তারা, যা দেখে পণ্ডিতেরা যিশুর জন্ম হয়েছে বুঝতে পেরেছিলেন।
চার্চের ভেতর গোয়ালঘর সাজাচ্ছেন এক সিস্টার
বড়দিনে অন্যতম আকর্ষণীয় উপকরণ হচ্ছে ক্রিসমাস ট্রি। অত্যন্ত দর্শনীয় ও আলোকোজ্জ্বল করে সাজানো হয় ক্রিসমাস ট্রিকে।
শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সবাই
সজ্জিত ক্যাথেড্রাল গির্জা
ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিশেষ করে সাজানো হয়েছে বড়দিন উপলক্ষে
বড়দিনের সাজসজ্জা দেখতে এসেছে পরিবারটি
সান্তা ক্লজের সঙ্গে ছবি তোলা