Thank you for trying Sticky AMP!!

বড়াইগ্রামে মহিলা বিশ্ব ইজতেমা শুরু কাল

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ১১তম মহিলা বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এ আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইজতেমার আয়োজক শের আলী শেখ বলেন, প্রথম দিন আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন যথাক্রমে পীরজাদা আবদুল্লাহিল কাফি, আমজাদ হোসেন জিহাদী ও আবদুল কাদের জিহাদী। দ্বিতীয় দিন রংপুর থেকে আসা আট বছর বয়সী শিশু বক্তা মো. আলিফ ও শেষ দিনে ভারতের নদীয়া থেকে আসা মাহবুব আলম বক্তব্য দেবেন। এ ছাড়া প্রতিদিনই ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ বক্তারা ইজতেমায় আলোচনা করবেন। বৃহস্পতিবার বিকেলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক হাফিজা নাসির। নারীদের জন্য কলেজের মহিলা হোস্টেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, ইজতেমায় আসা অতিথিদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।