Thank you for trying Sticky AMP!!

ভাইবোনের শখের ছাদবাগান

>

ইট–কাঠ–কংক্রিটের ঢাকা শহরে সবুজ নেই বললেই চলে। ধূসর হতে যাওয়া তপ্ত নগরে নাগরিক চোখ খুঁজে ফেরে সবুজ। সুউচ্চ ভবনের ভিড়ে গাছ লাগানোর মতো জায়গা পাওয়াই কষ্টকর। তাই নাগরিকেরা বিকল্প খুঁজে নিয়েছে ছাদ কৃষিতে। এমন একটি বাগানের দেখা মিলল রাজধানীর পুরান ঢাকার ঝুলনবাড়ি এলাকার ১ নম্বর বাড়ির ছাদে। নিজের বাসার ছাদে বাগান করেছেন ভাইবোন। সঞ্চিতা বসাক গৃহিণী ও ভাই ধীমান বসাক ব্যবসায়ী। বোনের ইচ্ছা পূরণে তিন বছর আগে ছোট পরিসরে ছাদবাগান শুরু করেন তাঁরা। ফলদ, ভেষজ, ফুল, অর্কিড ও জলজ প্রজাতি মিলে এখন তাঁদের ছাদবাগানে প্রায় ২৫০টি গাছ আছে। পুরান ঢাকার ঘিঞ্জি ভবনের মাঝে হঠাৎ সবুজে সবুজে ছেয়ে থাকা এই ছাদ দেখলে চোখ জুড়ায়।

বছর তিনেক আগে ভাইকে নিয়ে ছাদে বাগান শুরু করেন সঞ্চিতা বসাক
ধীমান বসাক পেশায় ব্যবসায়ী, কাজের ফাঁকে ফাঁকে সময় দেন বাগানে
ফল, ফুল গাছের পাশাপাশি সবজি চাষও করেন ভাইবোন
ছাদবাগানের লাউ
মশার লার্ভা যাতে জন্মাতে না পারে, সে জন্য জল পদ্মের পাত্রে রাখা হয়েছে গাপ্পি মাছ
ছাদের দেয়াল বেয়ে বেড়ে ওঠা একটি নয়নতাঁরাগাছ
পুরান ঢাকায় বানরের উৎপাতের কারণে তাঁদের পুরো বাগান ঘেরাও করে দেওয়া হয়েছে জাল দিয়ে
বাগানে ফলদ, ভেষজ, ফুল, অর্কিড ও জলজ প্রজাতির প্রায় ২৫০টি গাছ আছে