Thank you for trying Sticky AMP!!

ভাঙন আতঙ্ক

>

যমুনার ঢলের পানি কমতে শুরু করেছে। কিন্তু ভাঙন আতঙ্কে চর থেকে চরে যাচ্ছেন বানভাসিরা। বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর তিনটি চর। বৈশাখী, রাধানগর ও বথুয়ারভিটা চর। এর মধ্যে বথুয়ারভিটা চর বিলীন হয়ে গেছে। রাধানগর আর বৈশাখী চরের কিছু অংশ জেগে আছে।

ভিটে মাটি ছেড়ে যাচ্ছেন চাঁন মিয়া। ঘরে চাল খুলে নিয়ে যাচ্ছেন অন্যত্র।
যমুনার চর ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য মালামাল গুছিয়ে নিচ্ছে এক পরিবার।
মজনু ও ফরিদ আকন্দ দুই ভাই। তাঁদের ঘরবাড়িও পড়েছে ভাঙনের কবলে। মালামাল সরিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন তাঁরা।
দুটি ঘর ভেসে গেছে। মালপত্র তুলে অন্যত্র যাওয়ার প্রস্তুতি চলছে।
চর ছেড়ে চলে যাচ্ছেন এক বৃদ্ধ।
বানের পানিতে ভিজে যাওয়া কাপড় বাঁধে শুকিয়ে নিচ্ছেন আরেফা বেগম।
নতুন আশ্রয়ের সন্ধানে।
নতুন আশ্রয়ে যাওয়ার সময় শখের মুরগিও ছেড়ে যায়নি শিশুটি।