Thank you for trying Sticky AMP!!

'ভারতের গরু সরবরাহ বন্ধ আমাদের শাপেবর হয়েছে'

আজ রোববার গাবতলীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘ভারত এ দেশে তাদের গরুর সরবরাহ বন্ধ করে দেওয়ায় তা আমাদের জন্য শাপেবর হয়েছে। আমরা এখন প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ। এবার প্রায় দেড় কোটি কোরবানিযোগ্য পশু রয়েছে এবং তা পর্যাপ্ত। কোরবানিতে পশুর সংকট হবে না।’

আজ রোববার গাবতলীর গরু-ছাগলের হাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন নারায়ণ চন্দ্র চন্দ। তিনি হাটে দেশি গরুর বিপুল সরবরাহ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি দেশি গরুর সারিতে ঢুকে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন জাতের দেশি গরু সম্পর্কে অবহিত হন।

মন্ত্রী হাটে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক স্থাপিত মেডিকেল সেন্টারের কার্যক্রমও প্রত্যক্ষ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে মন্ত্রী বক্তৃতাও করেন।

মন্ত্রী বলেন, বৈধ পথে সামান্য কিছু ভারতীয় গরু ছাড়া হাটে বিপুলসংখ্যক দেশি গরুই প্রমাণ করে, দেশি গরু দিয়েই কোরবানির কাজ সম্পন্ন হবে। তিনি হাটের ক্রেতা-বিক্রেতাসহ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, তাদের ঈদের আনন্দে কোনোরূপ কমতি হবে না।

পরে প্রাণিসম্পদমন্ত্রী হাটে ছাগলের সরবরাহও দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি