Thank you for trying Sticky AMP!!

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের কন্টিনজেন্ট

ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশ নিতে ঢাকা ছাড়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের হাইকমিশন ২৬ জানুয়ারি ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে সশস্ত্র বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) আজ মঙ্গলবার ঢাকা ছাড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের একটি সমন্বিত কন্টিনজেন্ট ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। দলটির নেতৃত্বে আছেন কর্নেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

বিবৃতিতে আইএসপিআর উল্লেখ করেছে, কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট ৩০ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসবে। কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বলে সবাই আশাবাদী।