Thank you for trying Sticky AMP!!

ভারত থেকে কাল ২০ লাখ টিকা আসছে: পররাষ্ট্রমন্ত্রী

ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন

ভারত থেকে কাল বৃহস্পতিবার করোনাভাইরাসের ২০ লাখ টিকা বাংলাদেশে আসছে। এই ২০ লাখ টিকা বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং–বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মোমেন বলেন, ভারত উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে।

আব্দুল মোমেন বলেন, দেশে টিকা আসার পরপরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।

টিকাদান কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।’

রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, ‘রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে।’

চীন কোনো উপহার দিচ্ছে কি না, সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’