Thank you for trying Sticky AMP!!

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে আটক ৭

যশোরের বেনাপোলে নারী ও শিশুসহ সাতজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে।

আটক করা ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও দুজন শিশু। তাঁরা বাগেরহাট, বরিশাল ও ভোলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে ভারতের কালিয়ানী থেকে বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে এই সাতজন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। গাতিপাড়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় সকাল আটটার দিকে বিজিবির টহল দল তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, তাঁরা ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে এক বছর আগে ভারতে গিয়েছিলেন। ভারতের বেঙ্গালুরু শহরে তাঁরা কাগজকুড়ানি ও বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সেখানে এখন তেমন কাজ নেই। এ জন্য তাঁরা বিনা পাসপোর্টে দেশে ফিরছিলেন।

এ ব্যাপারে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের অধিনায়ক সুবেদার আব্দুল ওহাব জানান, তাঁদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে।