Thank you for trying Sticky AMP!!

কুমিল্লার লাকসামের ভিক্টোরি অব হিউম্যানিটি পেল শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা

ভিক্টোরি অব হিউম্যানিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। ছবি: লেখক

কুমিল্লার লাকসামের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সম্মাননা পেয়েছে ‘ভিক্টোরি অব হিউম্যানিটি’ অর্গানাইজেশন। মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদানসহ সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এ সম্মাননা পায় ভিক্টোরি অব হিউম্যানিটি। লাকসাম উপজেলা সমাজসেবা থেকে এ সম্মাননা পেল সংস্থাটি।

২ জানুয়ারি ছিল জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে সম্প্রতি লাকসাম উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে ভিক্টোরি অব হিউম্যানিটির সভাপতি ফয়সাল হোসেন বাপ্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন জিত, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুবাইয়া ফেরদৌসী ও লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর আলী।

ফয়সাল হোসেন বাপ্পী বলেন, প্রতিষ্ঠার পর থেকে ভিক্টোরি অব হিউম্যানিটি মানবতার কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

সম্মাননা স্মারক অর্জনের পর ভিক্টোরি অব হিউম্যানিটির উদ্যোগে লাকসামের সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।