Thank you for trying Sticky AMP!!

ভোরের ফুলের বাজার!

>পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে ফুল উপহার দিতে কে না চায়? এ উপলক্ষে পুরো দেশেই রয়েছে ফুলের ব্যাপক চাহিদা। তাই রাজধানীর শাহবাগের ফুলের আড়তেও রমরমা ব্যবসা। শাহবাগের শিশুপার্কের পাশে প্রতিদিন ভোরে বসে ফুলের বাজার। বুধবার ভোরে মাওলানা ভাসানী সড়কের এক লেনজুড়ে বসা এই বাজার জানান দিচ্ছে দুদিনের কী পরিমাণ ফুলের চাহিদার জোগান তাঁরা দেবেন। এখানে যশোর, সাভার, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ফুল আসে। বিভিন্ন এলাকার ফুল ব্যবসায়ীসহ বিশেষ দিনকে ঘিরে অনেক মৌসুমি ব্যবসায়ী এখান থেকে পাইকারি দামে ফুল কেনেন।
ভোররাত থেকেই জমজমাট হতে থাকে এই বাজার।
উৎসবের মৌসুমে ফুলের দাম এমনিতেই বেশি থাকে। তবে ক্রেতারা জানান এবার ফুলের বাজার আরও চড়া।
গা ভরে গাদা ফুল নিয়ে যাচ্ছেন এক খুচরা ব্যবসায়ী।
ফুলের বিকিকিনিতে ব্যস্ত পথও।
বিভিন্ন এলাকার ফুল ব্যবসায়ীসহ বিশেষ দিনকে ঘিরে অনেক মৌসুমি ব্যবসায়ী এখান থেকে পাইকারি দামে ফুল কিনে নিয়ে যান।
আকৃতি ভেদে শ খানেক গোলাপের দাম ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়েছে আজ।
দরদামের এক মুহূর্তে...
অনেক প্রজাতির ফুল পাওয়া গেলেও গোলাপ ছিল সবার শীর্ষে