Thank you for trying Sticky AMP!!

মগবাজার রেলক্রসিংয়ে অরাজকতা

>রেল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, পথচারীদের অসচেতনতা এবং চালকদের আইন না মানার প্রবণতা রেলক্রসিংগুলোকে মৃত্যুফাঁদে পরিণত করেছে। রেলক্রসিং এলাকায় সৃষ্ট যানজটও বড় ধরনের দুর্ঘটনার কারণ। তারপরও রেললাইনের দুপাশের জায়গা দখল হয়ে যাওয়ায় সংকুচিত হয়ে পড়েছে রেলপথ। অন্যদিকে গবেষণা প্রতিবেদন বলছে, সারা দেশে আড়াই হাজার রেলক্রসিংয়ের মধ্যে ৮৫ শতাংশই অরক্ষিত। রাজধানীর মগবাজার এলাকার বুধবারের চিত্র তুলে ধরা হলো।
ধেয়ে আসছে ট্রেন, সেদিকে যেন খেয়ালই নেই। ট্রেনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন।
রেললাইনের পাশের এবড়োখেবড়ো পথ দিয়ে চলছে মোটরসাইকেল। এদিক দিয়ে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেকে ঝুঁকি নিচ্ছেন।
রেলক্রসিংয়ের গেট পড়ার আগেই যাত্রীবাহী রিকশা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টায় এক রিকশাচালক। কিন্তু গেটের কারণে আটকে যায় রিকশা, ভয়ে কান্নাজুড়ে দেয় রিকশার শিশুটি।
ট্রেন আসছে তাই নামানো হয়েছে রেলক্রসিংয়ের গেট। কিন্তু তা না মেনে গেটের নিচ দিয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছেন একজন।
চলন্ত ট্রেনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছেন একজন।
ট্রেন যাচ্ছে, উড়ছে ধুলো। শুষ্ক মৌসুমে ঢাকা শহরে ধুলোর পরিমাণ বেশি হয়।