Thank you for trying Sticky AMP!!

মতলবে জ্বর-শ্বাসকষ্টে মৃত বৃদ্ধের করোনা 'পজিটিভ'

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া বৃদ্ধ (৭৫) করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন। রোববার রাতে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তি আট-দশ দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত শনিবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে মারা যান। ওই দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রোববার রাতে সেখান থেকে পাঠানো প্রতিবেদনে তাঁর করোনা ‘পজিটিভ’ আসে।

নুসরাত জাহান বলেন, ওই ব্যক্তির বাড়িটি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। সেখানে লাল পতাকা টাঙানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উপজেলায় নতুন করে আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। ওই পাঁচজনসহ উপজেলায় করোনায় মোট সংক্রমিত হলেন ৩২ জন।